Kalabari Govt Degree College

কলাবাড়ি, কোটালীপাড়া, গোপালগঞ্জ

College Code: 6757    College EIIN: 109590

Message from the Principal

Photo of Principal<br>PROFESSOR'S MD. HEMAYET HOSSAIN

Principal<br>PROFESSOR'S MD. HEMAYET HOSSAIN


সুধী শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও শুভানুধ্যায়ী,, আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমার পথচলার এক নতুন অধ্যায়। আদর্শ, জ্ঞান ও মূল্যবোধনির্ভর এক নতুন অভিযাত্রার সূচনায় আমি কলাবাড়ী সরকারি ডিগ্রি কলেজ, হিজলবাড়ী, কোটালীপাড়া, গোপালগঞ্জ-এ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে গর্বিত, কৃতজ্ঞ এবং প্রত্যাশার ভার অনুভব করছি। আমি বিশ্বাস করি একটি কলেজ মানেই শুধুমাত্র শ্রেণিকক্ষের পাঠদান নয়; এটি হলো চিন্তার উন্মোচন, সম্ভাবনার বিস্তার এবং এক নতুন সমাজ গঠনের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যেন শিক্ষার্থীদের মেধা, মনন ও মূল্যবোধের এক শক্তিশালী ভিত গড়ে তোলে সেই লক্ষ্যেই আমরা একসাথে যাত্রা শুরু করেছি। আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সঠিক নেতৃত্ব, বৈশ্বিক চেতনা এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পন্ন নাগরিক তৈরি করা। তাই আমি চাই, এই কলেজ হোক এমন এক প্রতিষ্ঠান, যেখানে ছাত্রছাত্রীরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ থাকবে না তারা শিখবে সহনশীলতা, সৃজনশীলতা, নৈতিকতা এবং দায়িত্ববোধ। আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা জ্ঞানকে মানবকল্যাণের হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করবে যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেকে দেখবে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে, যার অবদান সমাজ ও দেশের অগ্রগতিকে বাস্তব ও অর্থবহ করে তুলবে। এই পথচলা সহজ নয় তবে আমাদের আন্তরিকতা, ঐক্য ও দূরদর্শী চিন্তার মাধ্যমে এই অসাধ্যও সম্ভব। আমি প্রত্যাশা করি শিক্ষকরা হবেন অনুপ্রেরণার বাতিঘর, অভিভাবকরা হবেন সহযাত্রী শক্তি, আর শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামী দিনের আলোকবর্তিকা। এই নতুন দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে এবং জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে আমরা যে উদ্যোগটি গ্রহণ করেছি তা হলো কলেজের নিজস্ব সাহিত্য ও চিন্তনধর্মী ম্যাগাজিন ‘প্রত্যাশা’-এর প্রকাশনা। প্রকাশনা পর্ষদের সম্পাদক, সকল সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীদের বহু পরিশ্রম ও নিষ্ঠার ফলস্বরূপ এই ম্যাগাজিন কেবল একটি প্রকাশনা নয় এটি আমাদের স্বপ্ন, সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের একটি মঞ্চ। এটি উৎসর্গ করা হয়েছে আলোকিত মানুষ গড়ার নিরন্তর প্রচেষ্টায়। চলুন, আমরা সবাই মিলে কলাবাড়ী সরকারি ডিগ্রি কলেজকে একটি মানবিক, প্রগতিশীল ও উদ্ভাবনী শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলি যাতে একদিন হিজলবাড়ীর এই প্রতিষ্ঠান হয়ে ওঠে সারা দেশের শিক্ষাক্ষেত্রে অনুপ্রেরণার উৎস।
প্রফেসর মোঃ হিমায়েত হোসেন
অধ্যক্ষ
কলাবাড়ী সরকারি ডিগ্রি কলেজ কোটালীপাড়া, গোপালগঞ্জ